চকরিয়ায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: মূল অভিযুক্ত সাজ্জাদ গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশের হেফাজতে আসামি
গোয়েন্দা পুলিশের হেফাজতে আসামি | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত মো. সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (মঙ্গলবার, ৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় দায়ের করা মামলায় সাজ্জাদ হোসেন ছিলেন এজাহারভুক্ত এবং পলাতক আসামি। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইনে মামলা ও পুলিশের ওপর হামলার মতো একাধিক মামলা রয়েছে।

এর আগে, গত ৬ জুলাই রাতে সাজ্জাদকে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ। কিন্তু থানায় নেয়ার পথে চকরিয়ার মালুমঘাট এলাকায় সাজ্জাদের স্বজনরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরে চকরিয়া থানার এসআই সঞ্জীব পাল বাদী হয়ে একটি মামলা করেন। তবে ঘটনাটি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তাকেও পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় পুলিশের অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং শিগগিরই তাকে আদালতে সোপর্দ করা হবে।’

এসএইচ