পাবনায় জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ

পাবনায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় দফায় দফায় হামলা
পাবনায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় দফায় দফায় হামলা | ছবি: এখন টিভি
7

পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডলের প্রচারণায় বিএনপির বিরুদ্ধে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে গাড়িসহ বেশ কিছু মোটরসাইকেল। তবে এ ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে উল্টো দায় চাপিয়ে দেয়া হচ্ছে বলে দাবি বিএনপির। আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর চড় গড়গড়ি এলাকায় দু’দিন আগে স্থানীয় জামায়াতের কর্মীদের মারধর করেন স্থানীয় বিএনপি নেতা মক্কেল মৃধাসহ তার লোকজন।

সেই ঘটনার পর আজ ওই এলাকায় প্রচারণায় যান পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডল ও তার সমর্থকরা। তারা চর গড়গড়ি আলহাজ্ব মোড়ে পৌঁছালে তাদের ওপর হামলা চালানো হয়। পরে জামায়াতের নেতাকর্মীরা ফেরার পথে মৃধাপাড়ায় আবারও হামলা চালানো হয়। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকলে বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আবু তালেব মন্ডল বলেন, ‘আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম। কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আমাদের ওপর গুলিবর্ষণ করেছে। আমার গাড়িসহ আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে। আমাদের অনেক নেতাকর্মী-সমর্থক আহত হয়েছেন।’

আরও পড়ুন:

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর বলেন, ‘নির্বাচনি প্রচারণা নিয়ে স্থানীয় দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মোবাইল ফোনে বিএনপির পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ তুলে জানান, পূর্ব কোনো ঘটনার রেষ ধরে পরিবেশ অস্থিতিশীল করতেই জামায়াতে ইসলামী কৌশল অবলম্বন করেছেন। তিলকে তাল বানিয়ে সোশ্যাল মিডিয়াতে বানোয়াট তথ্য সরবরাহ করে তাদের নাশকতার দায় বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা করছে।

এসএস