সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যে আন্দোলন করছে, তা অযৌক্তিক। পোষ্য কোটা প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে দাবি করা হচ্ছে, যা আমরা গ্রহণ করি না। রাবিতে পোষ্য কোটার কবর দেয়া হয়েছে। এটি রাকসু নির্বাচন ভঙ্গ করার ষড়যন্ত্র।
আরও পড়ুন:
তারা আরও বলেন, রাকসু নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। এমন পরিস্থিতিতে কোটা পুনঃপ্রবর্তনের চেষ্টা একদমই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোটা ফেরানোর চেষ্টা করে, আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করব।