রাবিতে পোষ্য কোটা পুনঃপ্রবর্তনের চেষ্টা, শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন | ছবি: এখন টিভি
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনঃপ্রবর্তনের অযৌক্তিক দাবির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বেলা ১১টায় উপাচার্যের বাসভবনের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বন্ধ করে দেয়ার চেষ্টা করা কিছু ‘ষড়যন্ত্রকারীর’ বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যে আন্দোলন করছে, তা অযৌক্তিক। পোষ্য কোটা প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে দাবি করা হচ্ছে, যা আমরা গ্রহণ করি না। রাবিতে পোষ্য কোটার কবর দেয়া হয়েছে। এটি রাকসু নির্বাচন ভঙ্গ করার ষড়যন্ত্র।

আরও পড়ুন:

তারা আরও বলেন, রাকসু নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। এমন পরিস্থিতিতে কোটা পুনঃপ্রবর্তনের চেষ্টা একদমই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোটা ফেরানোর চেষ্টা করে, আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করব।

এসএইচ