ডাকসু নির্বাচন: ছাত্রদল থেকে ভিপি পদে মনোনয়ন পেলেন আবিদুল ইসলাম

আবিদুল ইসলাম খান
আবিদুল ইসলাম খান | ছবি: সংগৃহীত
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন প্রতিষ্ঠানটির শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

আজ (বুধবার, ২০ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দলের পক্ষে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেন।

এতে জিএস প্রার্থীর মনোনয়ন পেয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিম।

এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবেগাপ্লুত হয়ে বলেন, ‘একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু হয়েছে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আবারও জিতবো।’

আবিদুল ইসলাম খান, তানভীর বারী হামিম ও তানভীর আল হাদী মায়েদ। | ছবি: সংগৃহীত

জানা গেছে, জুলাইয়ে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর জন্য গবেষণা ও প্রকাশনা বিষয়ক পদটি ছেড়ে দিয়েছে ছাত্রদল। এসময় হল সংসদ নির্বাচনেও পূর্ণ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্যানেল ২০২৫

সহ সভাপতি মো. আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শেখ তানভীর বারী হামিম, সহকারী সাধারণ সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম; কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে; ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ)

সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন; মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না, সদস্য মো. জারিফ রহমান সদস্য মাহমুদুল হাসান, সদস্য নাহিদ হাসান, সদস্য মো. হাসিবুর রহমান সাকিব, সদস্য মো. শামীম রানা, সদস্য ইয়াসিন আরাফাত আলিফ, সদস্য মুনইম হাসান অরূপ; সদস্য রঞ্জন রায়, সদস্য সোয়াইব ইসলাম ওমি, সদস্য মেহেরুন্নেসা কেয়া, সদস্য ইবনু আহমেদ, সদস্য সামসুল হক আনান, সদস্য নিত্যানন্দ পাল।

জুলাইয়ের শহিদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে ডাকসুর নির্বাচনী প্রচারণা শুরু করবে ছাত্রদলের প্যানেল।

ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫

নির্বাচন: ৯ সেপ্টেম্বর; মনোনয়ন সংগ্রহের শেষ তারিখ: ১৯ আগস্ট; মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ: ২০ আগস্ট; মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট; মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়: ২৪ আগস্ট দুপুর ১২টা; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ আগস্ট বিকেল ৪টা; ডাকসুর পদ: ২৮টি (৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়); হল সংসদ নির্বাচন: ১৮টি হলের জন্য মনোনয়ন বিক্রি ১৪২৭টি।

ডাকসু নির্বাচনে লড়বে ৮ প্যানেল

ছাত্রদলের প্যানেল/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’; ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’; বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’ /(পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); ইসালামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ এবং সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’; বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪ পরিষদ’।

এনএইচ