উত্তরের হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের দাপট

শীতের সকাল
শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার ওপর দিয়ে টানা ৯ দিন ধরে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ চলছে। উত্তরের হিমেল বাতাসে জেলায় শীতের তীব্রতা এখনো কমেনি।

তেঁতুলিয়ায় ভোর থেকে চারপাশ ঢেকে থাকে ঘন কুয়াশায়, সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস। তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে। রোদ থাকলেও তাপের অনুভূতি তেমন ছিল না, ঠান্ডা বাতাসে শীতের দাপট এখনো অব্যাহত রয়েছে।

আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

আরও পড়ুন:

টানা শীত আর কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কনকনে ঠান্ডার কারণে বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের অনেক মানুষ ভোরে কাজে বের হতে পারছেন না, ফলে বাড়ছে তাদের দুর্ভোগ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে। টানা নয় দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আগামী কয়েক দিনেও শীতের এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’

এফএস