সেইসঙ্গে রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নিলফামারী, ঠাকুরগাও ও এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেও এ পোস্টে জানানো হয়।
সতর্কতাবার্তায় বলা হয়, উজানের এ ভারী বর্ষণের পানি রংপুর বিভাগের নদ-নদীতে পতিত হয়ে এসব নদ-নদীর পানি অনেক বৃদ্ধি পেতে পারে। কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করে নদীর তীরবর্তী নিচু এলাকা সাময়িক প্লাবিত হতে পারে বলেও সতর্ক করা হয়।
আরও পড়ুন:
এছাড়া জানানো হয়, রংপুর বিভাগের বিশেষ করে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর আশপাশের জনসাধারণ আগামী দুই দিন বিশেষভাবে সতর্ক থাকবেন।
বিশেষ নোটে বলা হয়, আগামী ২ দিনে উজানে এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টির কারণে রংপুর বিভাগের নদীর তীরবর্তী কিছু এলাকা সাময়িক প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত বড় ধরনের কোনো বন্যার সম্ভাবনা কম।