শ্রমিকের স্লোগানে মুখর বিশ্ব, মে দিবসে বিক্ষোভ-মিছিল

মে দিবসে বিক্ষোভ-মিছিল
মে দিবসে বিক্ষোভ-মিছিল | ছবি: সংগৃহীত
0

অধিকার আদায় আর ন্যায্য মজুরির দাবিতে বিশ্বের নানা প্রান্তে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে। কোথাও শ্রমিকের স্লোগানে কেঁপেছে রাজপথ, কোথাও আবার অধিকার বঞ্চিত মজুরের মিছিল আটকাতে ব্যারিকেড বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, মে দিবসের ছুটিতে সিনেমা হল ও বক্স অফিসের কল্যাণে ১০ কোটি ইউয়ানেরও বেশি আয় করেছে চীন।

শ্রমিক আন্দোলনের ১৩৯ বছর পর আজও ন্যায্য মজুরি পায় না মেহনতি মানুষ। অধিকারের দাবিতে নামতে হয় রাজপথে। কখনও প্রতিষ্ঠান কখনও রাষ্ট্রযন্ত্র- শ্রমিকের জীবন ফুরায়, তবু শেষ হয় না লড়াই।

ঐতিহাসিক মে দিবসে রণক্ষেত্রে পরিণত হয়েছে তুরস্কের তাকসিম স্কয়ার। বৃহস্পতিবার সরকারের নির্দেশ অমান্য করে স্কয়ারের দিকে মিছিল নিয়ে আসে শ্রমিক ইউনিয়ন ও কয়েকটি অলাভজনক সংস্থা'র কর্মীরা। এসময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। কয়েকজনকে আটক করে তোলা হয় প্রিজন ভ্যানে।

১৯৭৭ সালে পহেলা মে রাজধানী ইস্তাম্বুলের এই স্কয়ারে ৩৪ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর থেকে প্রতিবছর এখানেই জড়ো হন শ্রমিকরা। কিন্তু এ বছর তাকসিম স্কয়ারে সবধরনের সমাবেশ নিষিদ্ধ করে এরদোয়ান প্রশাসন।

ফ্রান্সের লিয়নে শহরে শ্রমিক দিবসের বিক্ষোভে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এদিন, দেশটির প্রধান ৮ শ্রমিক ইউনিয়ন আন্তর্জাতিক শান্তি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ডানপন্থীদের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেয়। পুলিশের অভিযোগ বারবার সতর্ক করার পরেও সমাবেশের নিয়ম ভঙ্গ করেছেন বিক্ষোভকারী।

শ্রমিক দিবসে উত্তাল ছিল গ্রীসের রাজধানী এথেন্সের রাজপথ। সরকারি-বেসরকারি উভয় খাতেই মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমসিম খাওয়া লাখো শ্রমিক।

শ্রমিকদের তোপের মুখে বন্ধ ছিলো ট্রেন ও ট্রাম, বন্দর ছাড়েনি ফেরিও। আর মে ডে উপলক্ষে অন্যান্য গণপরিবহন পরিষেবা বন্ধ রাখা হয়। গেল ৫ বছরে ৪ বার মজুরি বাড়লেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে এখনও শ্রমিকদের সবচেয়ে কম বেতন দেয়া হয় গ্রীসে।

মে দিবস উপলক্ষে ইতালির রোমে ঐতিহাসিক সান-জোভান্নি স্কয়ারে জড়ো হন হাজারো শ্রমিক, ট্রেড ইউনিয়ন কর্মী ও বামপন্থী সংগঠনের সমর্থকরা মজুরি বৃদ্ধি, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং শ্রম আইনের সুষ্ঠু বাস্তবায়ন এর দাবিতে স্থানীয়দের সাথে সামিল বাংলাদেশি প্রবাসী শ্রমিকরাও।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পোক্ত শ্রম আইন ও অধিকার সংস্কারের দাবি জানিয়েছেন শ্রমিকরা। যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের কান্ট্রিসাইডে ঐতিহ্যবাহী নাচ ও গানে শ্রমিক দিবস উদযাপন করেছে অ্যাসডাউন জঙ্গলের মরিস সম্প্রদায়।

এদিকে, মে দিবসের ছুটিতে চীনের রেলস্টেশনগুলোতে ছিল উপচে পরা ভিড়। বৃহস্পতিবার থেকে টানা ৫ দিনের ছুটি ঘোষণা করেছে চীন যা দেশের তৃতীয় বৃহত্তম ছুটি হিসেবে গণ্য হচ্ছে। 

প্রায় আড়াই কোটি যাত্রীর ভিড় সামলাতে বৃহস্পতিবার (১ মে) ১ হাজার ৩০০ বেশি ট্রেনের বন্দোবস্ত করেছে চীনা রেলওয়ে কর্তৃপক্ষ। শুধু ভ্রমণ নয়; নতুন সিনেমার মুক্তি আর পুরানো সিনেমা আবারও হলে ফিরিয়ে বক্স অফিসে ঈর্ষণীয় সাফল্য এনেছে চীন। শুধু বুধবার প্রি বুকিং ও সীমিত প্রদর্শনী থেকে আয় হয়েছে ১০ কোটি ইউয়ান।

অন্যদিকে মে দিবসের ছুটি উপভোগ করতে ইউরোপের বৃহত্তম অভ্যন্তরীণ জলপথ লেক ওয়ানসিতে জড়ো হয়েছেন জার্মানরা। ১৯০৭ সালের পর এই প্রথম স্থানীয় ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে লেক চত্বর।

সেজু