আরও একটি হত্যা মামলা কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর গ্রেপ্তার

পুলিশের সঙ্গে আদালতে উপস্থিত সাবেক এসপি তানভীর
পুলিশের সঙ্গে আদালতে উপস্থিত সাবেক এসপি তানভীর | ছবি: এখন টিভি
0

বিএনপি কর্মী কুদরত আলী হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বিএনপি কর্মী সুজন মালিথা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কুষ্টিয়া কারাগারে ছিলেন। আজ (সোমবার, ২৮ জুলাই) দুপুরে কড়া নিরাপত্তায় তানভীর আরাফাতকে কুষ্টিয়া আদালতে হাজির করা হয়।

দৌলতপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজ তার বিরুদ্ধে গ্রেপ্তার আদেশ দেন। পরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

২০২০ সালের ২৩ জুলাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বিএনপি কর্মী কুদরত আলীকে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগে তার ছেলে ফেরদৌস বাদী হয়ে ২০২৪ সালের ২ অক্টোবর মামলা দায়ের করেন। মামলায় সাবেক এসপি তানভীর আরাফাতসহ পুলিশের আরও ৫ কর্মকর্তাকে আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসা ও বিএনপির জনপ্রিয়তা দমনে পরিকল্পিতভাবে কুদরত আলীকে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাওয়া যায়।

তানভীর আরাফাত এর আগে সুজন মালিথা হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন। তিনি সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত ছিলেন। কুষ্টিয়ায় কর্মকালীন সময়ে একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে তিনি সমালোচিত হন।

দৌলতপুর থানার (ওসি) সোলাইমান শেখ জানান, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ