শ্রাবণের শেষ দিনে বাজার পর্যাপ্ত সবজিতে ঠাসা। তবে দাম নিয়ে কপালে ভাজ ক্রেতাদের। গত সপ্তাহের ৭০ টাকা কেজি দরের সবজিগুলো এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
গত সপ্তাহের ৭০ টাকার পটল কিনতে হচ্ছে ১০০ টাকায়। আর কাঁচামরিচ কিনতে হচ্ছে ডাবল ২০০ টাকায়। বেগুন, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, বরবটি, কাকরোল কিনতে গুনতে হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন:
এদিকে, ঈদের পর থেকেই অস্থিতিশীল চালের বাজার। মিনিকেট প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা আর মোটা চাল কিনতে গুনতে হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা পর্যন্ত। বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের, এদিকে বিক্রেতার মুখেও দাম বৃদ্ধির সুর।
মাছের বাজারও উত্তাপ ছড়িয়েছে দারুণ। রুই এবং কাতলা কেজি প্রতি ৩৮০ থেকে ৪০০ টাকা, আর ইলিশ তো বিলাসিতার পণ্য। বড় ইলিশ কিনতে হলে গুনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
তবে বরাবরের মতই প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস কিনতে গুনতে হবে ১ হাজার ২০০ টাকা।