সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য মোকাবিলায় আরো কার্যকর উপায় খুঁজে বের করতে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, 'ঘনবসতিপূর্ণ দেশে একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে।' কিছু লোক ইচ্ছা করে এমনটি করে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৬ জুন) সন্ধ্যায় যমুনায় মেটার এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।