চীন-কানাডার সঙ্গে বাণিজ্য ও মানবিক সহায়তায় নতুন সহযোগিতার আশ্বাস পেলো বাংলাদেশ

চীন ও কানাডার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
চীন ও কানাডার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক | ছবি: সংগৃহীত
0

চীন ও কানাডার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তা নিয়ে নতুন করে সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুরে আসিয়ান আঞ্চলিক ফোরামের ৩২তম আসরের সাইডলাইনে, চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তোহিদ হোসেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেয় চীন।

বিশেষ করে চিকিৎসা পর্যটন, পানি ব্যবস্থাপনা ও বিনিয়োগ খাতে কাজ করার আগ্রহ জানায় বেইজিং।

অন্যদিকে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে বাণিজ্য বৈচিত্র্যকরণ ও রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন তিনি।

সেজু