চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেয় চীন।
বিশেষ করে চিকিৎসা পর্যটন, পানি ব্যবস্থাপনা ও বিনিয়োগ খাতে কাজ করার আগ্রহ জানায় বেইজিং।
অন্যদিকে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে বাণিজ্য বৈচিত্র্যকরণ ও রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন তিনি।