তিনি বলেন, ‘ভবিষ্যতে কাউকে যেন এভাবে আর প্রাণ হারাতে না হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের বিচার কার্যক্রমে যদি কেউ বাধা দেয়া তাহলে তাদের প্রতি দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান শহিদ মুগ্ধের ভাই।’
এ সময় মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে তীব্র হতাশা প্রকাশ করে স্নিগ্ধ বলেন, ‘এক বছর হয়ে গেল, আমরা নিজেরাই ফুটেজ সংগ্রহ করে দিলাম, কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারল না। এটা মেনে নেয়া যায় না।’
গত বছর এই দিনে পুলিশের গুলিতে শহিদ হন মীর মুগ্ধ। গত বছরে এই দিনে (১৮ জুলাই) আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। তবে পুলিশের গুলিতে মুগ্ধের মৃত্যুর সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।