বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যায় ফিরবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ায় এক ইন্টারভিউয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মালয়েশিয়ায় এক ইন্টারভিউয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস | ছবি : সংগৃহীত
1

গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। গত বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজএশিয়া টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেন তিনি। তিনি জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সব লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। তার মূল দায়িত্ব একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। 

আরও পড়ুন:

নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানান অধ্যাপক ইউনূস। 

এসময় শেখ হাসিনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে লড়াইয়ে যাবে না বাংলাদেশ। তবে সেখানে বসে বাংলাদেশকে যেন অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে।’

এসএইচ