সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেন তিনি। তিনি জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সব লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। তার মূল দায়িত্ব একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
আরও পড়ুন:
নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানান অধ্যাপক ইউনূস।
এসময় শেখ হাসিনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে লড়াইয়ে যাবে না বাংলাদেশ। তবে সেখানে বসে বাংলাদেশকে যেন অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে।’