আজ (সোমবার, ১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করার পর মিয়া গোলাম পরওয়ার এ কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের দেশে বিচারক বা সরকারপ্রধান যারাই হোক, কেউ যাতে আর স্বৈরাচার হতে না পারে আজকের রায় সেটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে। পলাতক মৃত্যুদণ্ডের আসামিদের যারা আশ্রয় দিয়েছে তারাও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’
ভারতকে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দিতে আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণআকাঙ্ক্ষা আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ে পূরণ হয়েছে। কোনো একজন সরকারপ্রধানের সাজার এ ঘটনা ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে।’
এর আগে দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফাঁসি এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। যদিও সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।





