‘নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন দিলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে’

নেতাকর্মীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন
নেতাকর্মীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন | ছবি: এখন টিভি
1

সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে নির্বাচন দিলে জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ (রোববার, ৮ জুন) ঈদের দ্বিতীয় দিন দিনাজপুর-৬ আসনের বিভিন্ন উপজেলায় ও ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি।

ডা. জাহিদ বলেন, ‘বাংলাদেশের মানুষ নভেম্বর-ডিসেম্বর মাসে নির্বাচন করতে অভ্যস্ত। ওই সময় পাবলিক পরীক্ষা বা প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় না। এছাড়া স্কুল-কলেজেগামী শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কম থাকে। সেজন্য নির্বাচনের জন্য উপযোগী সময় এটি।’ 

তিনি আরো বলেন, ‘এপ্রিল মাস হল বৈশাখ মাস। কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে রমজান মাস শুরু হবে।’

এসময় উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ