তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথাগত ছাত্র রাজনীতি বাদ দিতে হবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কথা বলার রাজনীতি নয়, জনগণের মানোন্নয়নের রাজনীতি করতে হবে। যোগ্য নেতৃত্বই পারে দেশ গড়তে। শহিদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আজ (রোববার, ৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের জনগণই বিএনপির তথা দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্রদলের ২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে মানুষ বিভেদ চায় না। কথামালার রাজনীতি নয়। আমরা শুরু করেছি জীবন-মান উন্নয়নের রাজনীতি।’

শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে।’

আরও পড়ুন:

এর আগে বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব, দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তাই চাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবে, পথ দেখাবেন।’

তিনি বলেন, ‘হাসিনাকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না—এই শপথ নিতে হবে। পাশের দেশ থেকে অনেক চেষ্টা চলছে ষড়যন্ত্রের, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ এসেছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এই ছাত্র সমাবেশ থেকে বলতে চাই, ছাত্রদের বন্ধু বলতে আমি গর্ববোধ করি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তাদের ছাড় দেয়া হবে না। আমার বিশ্বাস, লন্ডন বৈঠক অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘শেখ হাসিনার বিচার জরুরি। বিচার না হলে জাতি ক্ষমা করবে না। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে।’

এনএইচ