হাদির হত্যাকাণ্ডকে ঘিরে উচ্ছৃঙ্খলার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

গণতান্ত্রিক সংস্কার জোট
গণতান্ত্রিক সংস্কার জোট | ছবি: সংগৃহীত
0

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে গণতান্ত্রিক সংস্কার জোট। এছাড়াও তার হত্যাকাণ্ডকে ঘিরে যে উচ্ছৃঙ্খলতা করা হয়েছে তার নিন্দাও জানিয়েছে জোটটি। পাশাপাশি হাদির হত্যাকারী ও তাদের পেছনের শক্তির বিচার নিশ্চিতের দাবিও জানানো হয়েছে।

আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত জোটটি এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাইযোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মর্মান্তিক মৃত্যুতে শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে গণতান্ত্রিক সংস্কার জোট। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের ও সারাদেশে ওসমান হাদির সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। অবিলম্বে খুনীদের এবং তাদের পেছনের শক্তির বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

গণতান্ত্রিক সংস্কার জোট ওসমান হাদির ওপর ঘটে যাওয়া এ পুরো ঘটনায় এবং সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসন, গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানায়। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতিতে কার্যকর পদক্ষেপের দাবী জানায়।

গণতান্ত্রিক সংস্কার জোট একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে এ হত্যাকাণ্ডকে ব্যবহার করে চলমান উচ্ছৃঙ্খলতার নিন্দা ও প্রতিবাদ জানায়।

জোটের শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত কাইয়ূম ও মজিবুর রহমান মঞ্জু যৌথ বিবৃতিতে বলেন, পরাজিত ও পলাতক হাসিনার খুনী-সন্ত্রাসী, ভারতীয় আগ্রাসনবাদী ও দেশের মধ্যে লুকিয়ে থাকা দোসররা মিলে দেশে একটা চরম অরাজকতা তৈরি করতে চান। দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ বানচাল করে এদেশে অগণতান্ত্রিক তৃতীয় শক্তির উত্থান তারা করতে চান।

তাদেরই উস্কানিতে গত রাতে একাধিক পত্রিকা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠা‌ন ও কূটনী‌তি‌কের বাসভব‌নে হামলা হয়েছে, দেশ বরেণ্য সাংবাদিক ও জুলাইয়ের অন্যতম পক্ষশক্তি নূরুল কবিরকে নাজেহাল করা হয়েছে। এ সকল ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবী জানান নেতৃবৃন্দ।

জোটের তিন শীর্ষ নেতা দেশের এই ক্রান্তিলগ্নে শোকসন্তপ্ত জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। খুনী, সন্ত্রাসী ও দেশবিরোধী শক্তির উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। শরীফ ওসমান বিন হাদীর এই আত্মত্যাগ যেন কোন অপশক্তির দেশ বিরোধী কর্মকাণ্ডের হাতিয়ার না হয় সেদিকে জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে সচেতন থাকার আহ্বান জানান।

সেই সঙ্গে, ওসমান হাদির খুনীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান। এবং অরাজকতা ও দেশী-বিদেশী শত্রুদের উস্কানির বিপরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখতে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানান জোটের নেতৃবৃন্দ।

এএইচ