বয়সভিত্তিক দলে থাকা অবস্থায় 'নতুন মেসি' হিসেবে খ্যাতি পেয়েছিলেন এচেভেরি। এরপর থেকেই ইউরোপিয়ান ক্লাবগুলোর নজরে চলে আসেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
তবে সবাইকে সরিয়ে এচেভেরিকে দলে টেনে নেয় ম্যানসিটি। গেল বছর অভিষেকের পর থেকে সুযোগ পেয়ে পারফর্মও করেছেন।
তবে ম্যানসিটিতে পর্যাপ্ত সময় মাঠে নামার সুযোগ হয়নি ১৯ বছরের এই তারকা। সেই সুযোগ করে দিতেই জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে পাঠানো হচ্ছে এচেভেরিকে।
এক বছর সেখানেই খেলবেন এই আর্জেন্টাইন। ধারের মেয়াদ শেষে অবশ্য ম্যানসিটিতেই ফিরবেন এচেভেরি।