গেল এক বছরে দেশের ফুটবলে অবিশ্বাস্য পরিবর্তন দেখেছেন সমর্থকরা। দেশ থেকে বিদেশ, বয়সভিত্তিক থেকে জাতীয় দল, গ্যালারি থেকে মাঠ সবজায়গাতেই পরিবর্তনের ছাপ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ভেন্যু সংকট সমাধানসহ আর্থিক সক্ষমতার প্রয়োজন বাফুফের।
গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টার আগমনে সব সমস্যার কথা তুলে ধরেন ফেডারেশন সভাপতি। ফিফা এক্সিলেন্স সেন্টার এর বরাদ্দকৃত জমি বাবদ অর্থ জটিলতাসহ ঢাকার বাইরে মাঠ বরাদ্দ ছিল আলোচনায়। সমস্যা সমাধানের আশ্বাসও দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আরও পড়ুন:
আসিফ নজরুল বলেন, ‘ঢাকা স্টেডিয়াম যেটা আছে, এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেয়া, এছাড়া সিলেট এবং চট্টগ্রাম এটা একদম ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে শর্ত আছে, যদি ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার আয়োজনে যদি প্রয়োজন পড়ে, ওনারা সেখানে আয়োজন করবেন।’
বাংলাদেশের মাটিতে আসন্ন সাফ আয়োজনের কথা ভাবছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর সাফের আয়োজক হলে, ফুটবল বিকেন্দ্রীয়করণের সুযোগ কাজে লাগাতে চান বাফুফে সভাপতি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা যদি সাফ হোস্ট করতে চাই, তাহলে আমাদের নিজস্ব ভিশন হলো, আমরা সারা বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাইবো, কমপক্ষে তিনটি ভেন্যু যাতে আমরা ব্যবহার করতে পারি ঢাকাসহ ঢাকার বাইরে দুটি ভেন্যু নিয়ে। তাই আমরা মনে করি, সাফটা এবার জমজমাট হবে।’
মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সাফ ফুটসালে লাল সবুজ প্রতিনিধিদের ভালো করার বিষয়েও আশাবাদী বাফুফে বস।





