গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর থেকে উত্তাল ছিল কুয়েট। নানা দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে গত ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য হল ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরো পড়ুন:
সবশেষ ভিসি পদত্যাগের এক দফা দাবি আদায়ের পর থেকে স্বস্তি ফিরে আসে ক্যাম্পাসজুড়ে। গত ২৩ এপ্রিল ভিসির অব্যাহতির ঘোষণায় আন্দোলন থেকে সরে আসেন সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগ দেওয়া হয় নতুন ভিসি। বর্তমানে অন্তর্বর্তী ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. হযরত আলী দায়িত্ব গ্রহণ করেছেন।