বৃষ্টি হলেও ভ্যাপসা গরম সহজে কমবে না: আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ভবন
আবহাওয়া ভবন | ছবি: সংগৃহীত
0

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। এতে ভ্যাপসা গরম সহজে কমবে না। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান আরো জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরম বাড়ছে।

খোন্দকার হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টি হলে তাপপ্রবাহ কমবে। বর্তমানে সারাদেশে মৃদু তাপপ্রবাহ চলছে, তবে গরমের অনুভূতি অতিরিক্ত হওয়ায় মানুষের মধ্যে অস্বস্তিবোধ হচ্ছে। রাজশাহী ও রংপুরের কিছু অঞ্চলে আজ সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।’

আরো পড়ুন

এ ছাড়া, এবার বর্ষা দ্রুত শুরু হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ