আলাস্কায় বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন | ছবি: সংগৃহীত
0

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করিজ শহরে একান্তে বৈঠক করবেন ট্রাম্প-পুতিন। আলাস্কার অ্যাঙ্করেজে মার্কিন সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বৈঠকের পর মধ্যাহ্নভোজ শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দুই নেতা।

ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে যথেষ্ট আন্তরিক ও উদ্যোমী বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন:

এছাড়াও দুই দেশ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তি করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে আলাস্কায় যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকের আগ মুহূর্তে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি।

সেজু