আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ ১০ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: বাসস
0

জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি, গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়নসহ ৫ অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আজ (সোমবার, ১২ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন জানায়, জুলাই অভ্যুত্থানকে দমন করতে গঠিত ‘গ্যাং অব ফোরের’ সদস্য ছিলেন তারা। তাদের কাছ থেকেই এসেছে হত্যাকাণ্ডের নির্দেশনা।

আরও পড়ুন:

অন্যদিকে ট্রাইব্যুনালে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন সালমান এফ রহনান ও আনিসুল হক।

আসামিপক্ষের আইনজীবীর দাবি, সালমান-আনিসুলের প্রকাশিত টেলিফোন কথোপকথনটি সত্য নয়। এছাড়া শাপলা চত্বরে গণহত্যার মামলায় ৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে আজ নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এছাড়া জুলাই-আগস্টের মামলায় লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় হাইকোর্টের মাজার গেটের সামনে বিক্ষোভ হয়েছে।

এসএইচ