‘ওটিতে ইনফেকশনের হার দেশে বেশি হওয়ায় হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে’

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হচ্ছে ওসমান হাদিকে
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হচ্ছে ওসমান হাদিকে | ছবি: এখন টিভি
1

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, দেশেই হাদির চিকিৎসা সম্ভব ছিল। তবে অপারেশন থিয়েটারে (ওটি) ইনফেকশনের হার দেশে বেশি হওয়ায় তাকে বাইরে পাঠানো হয়েছে।

আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) দুপুরে আহত ওসমান হাদির স্বাস্থ্য বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরো সার্জন ডা. আবদুল আহাদ।

তিনি বলেন, ‘এখনো জিসিএস-৩ লেভেলেই আছে। তবে চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার মতো পরিস্থিতি ছিলো। হাদির সবশেষ ব্লাড প্রেশার ছিলো ১০০/৬০।’

ডা. আবদুল আহাদ বলেন, ‘হাদির চিকিৎসা দেশেই হতে পারতো। তবে দেশে অপারেশন থিয়েটারে ইনফেকশনের হার বেশি হওয়ায় বিদেশে নেয়া হলো। বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক সঙ্গে যায়নি। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকই সঙ্গে যাচ্ছেন।’

আরও পড়ুন:

ওসমান হাদির বর্তমান অবস্থা জানিয়ে এ নিউরোসার্জন বলেন, ‘হাদির ব্রেইনে অক্সিজেন স্বল্পতা যা ছিলো গতরাতে, এখনো তাই আছে। আর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার সময় হাদি যেমন ছিলো তার থেকে ভালো কিংবা খারাপ কোনো অবস্থায় পরিবর্তন হয়নি। অবস্থা ক্রিটিকালই বলবো।’

এর আগে, দুপুর ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে হাদিকে বিমানবন্দরে নেয়া হয়। দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করে। সিঙ্গাপুর পৌঁছাতে সময় আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।

গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এসএস